যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে অতর্কিত গোলাগুলি, নিহত ৪

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলবামা অঙ্গরাজ্যে এক জন্মদিনের পার্টিতে অতর্কিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। দেশটির পুলিশ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির ছোট শহর ডেডভিলে গত শনিবার শেষ রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তারা রোববার (১৬ এপ্রিল) এ তথ্য জানায়। তবে ঠিক কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

রোববারের দুটি সংবাদ সম্মেলনে আলবামা আইন শৃঙ্খলা সংস্থার সার্জেন্ট জেরেমি বুরকেট সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেন নি। সন্দেহভাজন হামলাকারীকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে কি না বা তদন্তকারীরা হামলার উদ্দেশ সম্পর্কে জানেন- সে সম্পর্কেও তিনি কিছু বলেননি।

এ ছাড়া গোলাগুলিতে নিহতদের নামও জানান নি জেরেমি। তবে মন্টগোমেরি অ্যাডভাইজার সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত চারজনের একজন হাইস্কুলের ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার বোনের ১৬ তম জন্মদিনে অংশ নিয়েছিলেন যখন বন্দুকধারীরা গুলি চালায়। তবে পুরো এ ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।