জাপানের প্রধানমন্ত্রীর ওপর ছোড়া হল ‌‌‘ধোঁয়া বোমা’

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : এক জনসমাবেশে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বা ধোঁয়া বোমা ছোড়া হয়েছে। তবে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে জাপান পুলিশ। সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার কথা ছিল কিশিদার।

এক সাক্ষী বলেছে, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়তে দেখেছেন। সেখানে তিনি ধোঁয়া উড়তেও দেখেছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এসময় বিকট শব্দ শুনতে পেয়েছেন। আর ছবিতে দেখা গেছে, পুলিশ এক ব্যক্তিতে তুলে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই সন্দেহভাজন। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই ধোঁয়া বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে লোকজন ছুটে পালায়। গত বছরই একটি নির্বাচনী প্রচার সভায় গিয়ে বন্দুক হামলায় নিহত হয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। সূত্র: বিবিসি