আমিরাতে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হরেছে। তবে এ বছর সরকারি ও বেসরকারি কর্মচারী কর্মকর্তারা ৪ নাকি ৫ দিন ছুটি পাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়।

আমিরাতের কেন্দ্রীয় মানব সম্পদ কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, এবার ঈদুল ফিতরের ছুটি থাকবে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত। ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু বা শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ থেকে। আমিরাতের সরকারি ঘোষণা অনুসারে এ বছর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চারদিন ছুটি। আর যদি রমজান ৩০ দিনে শেষ হয়, তাহলে ছুটি হবে পাঁচদিন।