স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট ভয়াবহ অগ্নিঝুঁকিতে রয়েছে। সেখানে আগুন লাগলে নেভানোর কোনো ব্যবস্থা নেই। ঝুঁকি কমাতে এক বছর আগে ১৯টি সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কিন্তু সুপারিশ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি মার্কেটটির দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অগ্নিঝুঁকি মূল্যায়নে গুলিস্তান পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস। পরিদর্শন শেষে সংস্থাটির উপসহকারী পরিচালক (অপারেশনস) বজলুর রশীদ এসব কথা জানান।
সর্বশেষ ২০২১ সালের ৬ অক্টোবর এই মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস। সে সময়ের নথি দেখিয়ে বজলুর রশীদ বলেন, ‘মার্কেট কর্তৃপক্ষকে আমরা ১৯টি সুপারিশ করেছিলাম। এ নিয়ে তাদের একটি প্রতিবেদন দেওয়া হয়। আজ আবার এখানে এসে কোনো সুপারিশ বাস্তবায়ন দেখলাম না।’
ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের তরফ থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রতিবেদন দিতে পারি। জানাতে পারি, ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিতে পারি। বাস্তবায়ন কর্তৃপক্ষকেই করতে হবে।’
মার্কেট কর্তৃপক্ষের উদ্দেশে ফায়ার সার্ভিস কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ‘আপনার মার্কেট তো আমি ঠিক করে দেব না, তাই না? আমাদের কাজ পরামর্শ দেওয়া। সেফটির (নিরাপত্তা) ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। আপনারা আজকের মধ্যেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেন।’
তিনি বলেন, ‘কিছু হলেই ফায়ার সার্ভিসের দিকে আঙুল তোলেন। কিছু দিন আগে আমাদের ১৩টি গাড়ি ভেঙেছেন। এটা করে কার ক্ষতি করলেন? এখন যদি আপনার বাসায় আগুন লাগে, তাহলে তো আমি প্রয়োজনীয় গাড়ি নিয়ে যেতে পারব না।’ ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়নে গাফিলতির কথা স্বীকার করেছেন গুলিস্তান পাতাল মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হবে।’