বিনোদন ডেস্ক : সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।
ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।
প্রভাকে নিয়ে দেশে গণমাধ্যমে নানা সময় নানা সংবাদ প্রকাশ করা হয়। যেগুলো অনেকগুলোই মিথ্যা সংবাদ বলে জানিয়েছেন প্রভা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম আইডিতে দুইটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি বলেন, আমি সাদিয়া জাহান প্রভা। আমি আজ কিছু কথা বলবো যেগুলো শুধুমাত্র আমাদের বিনোদন সাংবাদিকদের জন্য। আজ প্রায় দশ বছরের মত হলো আমি আপনাদের বেশ কিছু মিথ্যা নিউজ দিয়ে এফেক্টেট। যার পর থেকে আমার সাথে আপনাদের অনেকের দূরত্ব বেড়ে যায়। এখন দেখা যায় ফোনে না পেয়ে আমি যখন ইনস্টাগ্রামে কিছু আপলোড দেই সেগুলো নিইয়েই নিউজ করেন। আর মিথ্যা নিউজ তো আছেই। সো আমি অনুরোধ করবো আমার অনুমতি ছাড়া কেউ কোন নিউজ করবেন না। আমি চাই না, যারা আমার ভালো চান তারা মিথ্যা নিউজ দ্বারা প্রভাবিত হন।
তিনি আরও বলেন, যা বলার আমি আমার ইন্সটাগ্রাম, টিকটক দিয়েই যোগাযোগ করতে পারবো। আর আমার কোন টুইটার এ্যাকাউন্ট নেই। তবে কিছুদিন হলো একটি ফেসবুক ফ্যান পেইজ খুলেছি নিরাপত্তার জন্য। কারণ অনেক একাউন্ট দেখা যায় যেগুলো আমার না।
উল্লেখ্য, সব কিছুকে পিছনে ফেলে গত কয়েক বছরে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। সবাই যখন সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন এই সময়টাতে এসে। তিনি ঠিক তার বিপরীত নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।