স্কুলে টিয়ার শেল, ৪০ শিক্ষার্থী অসুস্থ

Print Friendly, PDF & Email

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া কয়েকটি টিয়ার শেল মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভেতরে পড়েছে। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহরের দেওভোগ মর্গ্যান বালিকা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পুলিশের ছোড়া টিয়ার শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪০ ছাত্রীর মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং অভিভাবকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ডিআইটি বাণিজ্যিক এলাকায় নগর পাঠাগারের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পৌনে ১১টার দিকে পুলিশ ধাওয়া দিলে বিএনপির নেতা-কর্মীরা মর্গ্যান বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনের দিকের রাস্তা দিয়ে ঢুকে পড়েন। এ সময় পুলিশ সদস্যরা বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের ছোড়া তিন-চারটি টিয়ার শেল শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে পড়ে। এতে স্কুল শাখার ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

এ ব্যাপারে একজন অভিভাবক হুমায়ুন কবির বলেন, ‘স্কুলে পরীক্ষা ছিল। এভাবে পুলিশের টিয়ার গ্যাসের শেল ছোড়া ঠিক হয়নি। এতে তার মেয়ের মতো অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।’

এ ব্যাপারে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার প্রভাষক কবির চৌধুরী বলেন, ‘পুলিশের ছোড়া এলোপাতাড়ি টিয়ার শেল স্কুলের ভেতরে এসে পড়ে। এতে তাদের স্কুলের ৪০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। তাদের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় ১২ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ভবনের ওপরে উঠে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়লে সেখান থেকে হয়তো পড়তে পারে।’ তিনি বলেন, ‘বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন।’