সবাইকে ঈদের শুভেচ্ছা

Print Friendly, PDF & Email

মহামারী করোনার মধ্যেও পবিত্র ঈদ-উল-আযহা আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে৷

দৈনিক কালের খেয়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে জানান আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক।

তিনি উল্লেখ করেন, মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে।

কালের খেয়া সম্পাদক বলেন, প্রতিবছর উৎসবের মধ্যদিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন গরিবদুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে মানুষেমানুষে সহমর্মিতা সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ ধনীগরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি অব্যাহত শান্তি কামনা করছি।

প্রকাশক সম্পাদক : ইমতিয়াজ আহমেদ

দৈনিক কালের খেয়া