বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জাতিসংঘের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আফগানিস্তানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, আমরা তালেবানের প্রতি অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধের আহ্বান জানাই।

রাভিনা শামদাসানি বলেন, আন্দোলনকারীদের ওপর তালেবানের দমননীতির ফলে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে।

তিনি বলেন, সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে। মাথায় লাথি মারা হয়েছে এমন একজন সাংবাদিককে বলা হয়েছে, আপনি ভাগ্যবান যে আপনার শিরচ্ছেদ করা হয়নি।

এদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত আশরাফ গণি সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। বৃহস্পতিবার তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

গুলাম ইসাকজাই বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে বরং তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে যেন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

তিনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ একটি দৃঢ় বার্তা দিচ্ছে। আফগানিস্তানের সব ধরনের মানুষ যে চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মেনে নিচ্ছে না তা প্রমাণিত হয়েছে।