নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার গুলশানে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন; তাদের দুজনকে আইসিইউতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি আবুল হাসান।
আহতরা হলেন- শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার, জোনায়েদ বোগদাদী ও নাফিজ মোহাম্মদ ইসমাইল। রাতেই তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে নাফিজ ছাড়া বাকি চারজন সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ইউনাইটেড হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ গনমাধ্যমে জানান, জোনায়েদ বোগদাদী ও নাফিজকে আইসিইউতে রাখা হয়েছে। রাজ, বাশার ও তুষি সাধারণ কেবিনে ভর্তি আছেন।
বাকি চারজনের সঙ্গে একই গাড়িতে ছিলেন নাফিজ; তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।