পুত্রসন্তানের মা হলেন স্কারলেট

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আবারও মা হলেন হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসন। এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

এই অভিনেত্রীর একটি কন্যাসন্তান রয়েছে। তবে স্বামী কলিন জোস্টের সঙ্গে এটি প্রথম সন্তান।
বুধবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে খুশির খবর শেয়ার করে নেন স্কারলেটের স্বামী কলিন জোস্ট। সেখানে তিনি লেখেন, ‘আমাদের ঘর আলো করে একটি সন্তান এসেছে। যার নাম রেখেছি কসমো। আমরা ওকে ভীষণ ভালোবাসি। ’

গত বছরের অক্টোবরে কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট। এর আগে তিন বছর প্রেম করেছেন তারা। এটি স্কারলেটের তৃতীয় আর কলিন জোস্টের প্রথম বিয়ে।

স্কারলেট এর আগে অভিনেতা রায়ান রেনল্ডস ও ফরাসি ব্যবসায়ী রোমেইন ডাউরিয়াককে বিয়ে করেছিলেন। এর মধ্যে রোমেইনের সঙ্গে দাম্পত্য জীবনে একটি কন্যাসন্তান রয়েছে।

স্কারলেট জনপ্রিয়তা পান ‘আয়রন ম্যান-টু’ ও ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজিতে ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করে। ‘ম্যারিজ স্টোরি’ সিনেমার জন্য অস্কারে মনোনয়নও পেয়েছিলেন তিনি। বর্তমানে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তিনি।