নিউজ ডেস্ক : ন্যাটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে কাজ করা লোকদের জন্য খুঁজছে তালেবান। এ জন্য তারা দেশটির ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের প্রতিবেদন থেকে জানা গেছে, তালেবান যোদ্ধারা ঘরে ঘরে শত্রুর খোঁজে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।
ওই প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমা বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের আটক করে হত্যা করবে তালেবানরা। এমনকি তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এতে আরও বলা হয়, তালেবানের ব্ল্যাকলিস্টে থাকা প্রত্যেকে ভীষণ বিপদে আছে।
মুখে সাধারণ ক্ষমার কথা বললেও পশ্চিমা দেশের সঙ্গে কাজ করা আফগানদের আত্মসমর্পণ করতে চিঠিও পাঠাচ্ছে তালেবান। আত্মসমর্পণ না করলে তাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
সূত্র বিবিসি