নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর শহরে দুলাল হোসেন (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।
সোমবার (৯ আগস্ট) ভোরে শহরের নতুন বাবুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে হত্যার শিকার হন তিনি।
নিহত দুলাল হোসেন পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ ডাঙ্গাপাড়ার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভোরে রাস্তায় ওই রিকশাচালকের মরদেহ দেখে পুলিশে খবর দেন পথচারীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের গলায় ও নাভীর নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মোবাইল ফোন ও রিকশা পাশেই ছিল।
খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।