নিউজ ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা পরীমনির অপকর্মের সহযোগী ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেছে গোযেন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (০৭ আগস্ট) দিনগত রাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলাটি দায়ের করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আযম মিয়া গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জিমির কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।