নিউজ ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার (১ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.com.bd-তে পাওয়া যাবে।
এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এজন্য PSC লিখে স্পেস দিয়ে 41 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস পরীক্ষার ফল জানা যাবে।
প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে থেকে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রণ (ক্যাডার) নূর আহমদ।
গত ১৯ মার্চ দেশের আট বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীদের একাংশ এই পরীক্ষা না নেওয়ার দাবি তুলেছিলো। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭জন। পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৯৯ হাজার ৬০৬ জন। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ।