নিউজ ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই শেষে টোকিও অলিম্পিকের আর্চারি থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি হেরে যান ৪-৬ ব্যবধানে।
প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুটাও দারুণ হয়েছিল রোমান সানার। প্রথম সেটে ৯, ৯, ৮ স্কোর করে ২৬-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট নিয়ে নেন। এমন সূচনার পর দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে যান রোমান সানা।
তবে ৪-২ সেট পয়েন্টে পিছিয়ে পড়েও দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন চতুর্থ সেট জিতে (২৭-২৬)। শেষ সেটটায় যখন তীর ছুড়তে শুরু করেন রোমান সানা তখন দুই জনের পয়েন্ট চার করে। জিতলেই শেষ ষোল- এমন এক পরিস্থিতির সেটটি রোমান হেরে গেলেন ২৬-২৫ ব্যবধানে।
শেষ প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান ১৫টি তীর ছুড়ে মাত্র একবার ১০ স্কোর করতে পেরেছেন। অথচ আগের রাউন্ডে ৬টি দশ স্কোর করেছিলে রোমান। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ১০ স্কোর করেছেন ৫ বার।
ম্যাচ নির্ধারণী শেষ সেটেও শুরুতে রোমান ভালো করেছিলেন প্রতিপক্ষের চেয়ে। রোমান স্কোর করেছিলেন ৯, প্রতিপক্ষ ৭। সে অবস্থা থেকে রোমান শেষ সেট হেরে যান দ্বিতীয় ও তৃতীয় তীর থেকে ৮ পয়েন্ট স্কোর করে। বিপরীতে প্রতপক্ষ শেষ দুই তীরে স্কোর করে ১০ ও ৯।
রোমান সানার এই বিদায়ে বেদনা থাকলেও গর্বও কম নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ অলিম্পিকে বাংলাদেশের একজন আরচার কোয়ালিফাই করে অংশ নিয়েছেন এবং প্রথম রাউন্ডে ব্রিটেনের আরচারকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন।
রোমানের বিদায়ের পর এখন সবার চোখ দিয়া সিদ্দিকীর দিকে। বৃহস্পতিবার তিনি এলিমিনেশন রাউন্ডে খেলবেন বেলারুশের প্রতিপক্ষের সঙ্গে।