করোনাকালে সব জামিনের মেয়াদ আরও ১ মাস বাড়লো

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক: মহামারি করোনা পরিসিস্থিতে জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে সোমবার (২৬ জুলাই) বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ২৭ জুনের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পরবর্তী একমাস পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে , ৩০ মে ও ২৭ জুন এক বিজ্ঞপ্তিতে জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছিল।