নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী।
শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে এ তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যা এ বছরে সর্বোচ্চ শনাক্ত রোগী। এর আগে শুক্রবার (২৩ জুলাই) একদিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। জুলাই মাসের ২৪ দিনেই এক হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীর ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকাতে রয়েছেন ৪১৯ জন, বাকি তিন জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত এক হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৪৯ জন।