নিউজ ডেস্ক : বান্দরবানে অংক্যা থোয়াই মারমা (৪০) নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ জুলাই) ভোরে বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে রবিবার সন্ধ্যায় তাকে তার দোকান থেকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। অংক্যা থোয়াই মারমা বান্দরবানের কুহালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলং পাড়ার মৃত বাইচা মং মারমার ছেলে।
এদিকে অপহরণের পর গেল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংক্যা থোয়াই মারমার খোঁজে অভিযান পরিচালনা করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার সকাল ১০টায় অংক্যা থোয়াই মারমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।