ইসরায়েল থেকে ১২০ সেনা সরিয়ে নিল আমেরিকা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা। গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ইসরায়েল থেকে ১২০ জনের সেনা দলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ সেনারা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিলেন। সূত্র: পার্সটুডে

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরইমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরায়েলের মিত্রদের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, ইসরায়েল সফর না করার জন্য মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধপরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে।