রবিবার ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ২৬৪২ জন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চলমান ‘লকডাউন’ এর মধ্যে সারাদেশের অধস্তন আদালতে রবিবার (৯ মে) ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ২ হাজার ৬৪২ হাজতি। এ নিয়ে ১৯ কার্যদিবসে মোট ৩৩ হাজার ৮৫০ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সোমবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে রবিবার ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ৪৫০৪টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ২৬৪২ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া মোট ১৯ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৪৭০ জন বলে জানান তিনি।