নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে দেশের সবগুলো ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (শনিবার) থেকে বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’
কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যক মোতায়েন করা হয়েছে।’