নিউজ ডেস্ক : ঢাকার ক্যান্টনমেন্ট থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জনি কর্মীদের মুখে হাসি ফোটাতে হাতে তুলে দিলেন ঈদ উপহার।
মঙ্গলবার (৪ মে) ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের উদ্যোগে কর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরন করেন মেহেদী হাসান জনি। ঈদের এই বিশেষ উপহার পেয়ে প্রত্যেক নেতা-কর্মী অত্যন্ত খুশী এবং উচ্ছ্বসিত।
করোনাকালে এই ছাত্রনেতা কর্মীদের নিয়ে ঝাপিয়ে পড়েছেন মানবসেবায়। কখনো ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছেন, বিতরন করছেন মাস্ক আবার কখনো ত্রান নিয়ে ছুটে চলেছেন মানুষের বাসায় বাসায়। এইগুলো প্রতিদিনকার নিয়মিত কাজ। জনির কার্যক্রমে মুগ্ধ এলাকাবাসী, মুগ্ধ তার নেতা-কর্মীরা।
জনি বলেন, ছেলেরা প্রতিদিন অনেক কাজ করে, পরিশ্রম করে। সামনে ঈদ, সবার হাতে কিছু একটা উপহার তুলে দিতে পেরে ভালো লাগছে। তিনি আরো বলেন, ছেলেরা অনেক খুশী হয়েছে। ওদের খুশী আর আনন্দ দেখে আমি নিজেও অনেক খুশী হয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড সভাপতি জয়, সাধারণ সম্পাদক আসলাম জনি, ১৫ নং ওয়ার্ড ক্যান্টনমেন্ট থানার সহ-সভাপতি রহমান, সাংগঠনিক সম্পাদক নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু, মেহেদী, মুন্না, সিবলু, জিসান এবং ওয়ার্ড ও ইউনিট ছাত্রলীগের স্বাধীন, আলিফ, মৃদুল -সহ আরো অনেক নেতা-কর্মী।