নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীর করোনামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৬ দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
জানা গেছে, গতকাল (৪ মে) তৃতীয়বারের মতো তার করোনা পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে। এরপর চিকিৎসকের পরামর্শ মেনে আজ বুধবার বিকাল ৪টায় বাসায় ফিরেছেন এই অভিনেতা।
বিষয়টি নিশ্চিত করেন আলমগীরের মেয়ে আঁখি আলমগীর।
এ গায়িকা বলেন, ‘আজ বাবাকে বাসায় নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, তিনি করোনামুক্ত হয়েছেন। তবে শরীর এখনো কিছুটা দুর্বল।’
ডাক্তার বলেছেন, বাসায় বিশ্রামে থাকতে। সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য।
এর আগে করোনা আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল রাজধানীর গ্রিনলাইন হাসপাতালে ভর্তি হন আলমগীর।