নিউজ ডেস্ক : রাশিয়ার টিকা ‘স্পুতনিক-ভি’ বাংলাদেশ অনুমোদন দেওয়ায় করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা জোরদার হবে বলে জানিয়েছে রাশিয়া।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকাস্থ রাশিয়া দূতাবাস এক বার্তায় এ কথা বলেছে।
রুশ দূতাবাস জানায়, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তর ‘স্পুতনিক-ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রাশিয়ার ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা ও সুরক্ষা প্রদর্শিত হয়েছে।
বার্তায় বলা হয়, এই পদক্ষেপ (টিকার অনুমোনদন) করোনভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা জোরদার হবে। রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনে বাংলাদেশ ৬২তম দেশ বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ‘স্পুটনিক-ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।