নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল করে বন্ধ করে দেয়া হয়েছে। ২ নম্বর বিপদ সংকেত ও পদ্মা নদীতে প্রবল ঢেউ থাকায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ফেরির পর লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। শিমুলিয়া ঘাট এলাকায় বর্তমানে কয়েকশ যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছেন।
এ ব্যাপারে বিআইডব্লিটিএ’র শিমুলিয়া লঞ্চ ঘাটের পরিদর্শক মো. সোলেমান বলেন, সকাল থেকে লঞ্চ ও স্পিড বোট চলছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে নদীতে এখন ২ নম্বর বিপদ সংকেত চলছে। তাই দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে চলাচল করা ৮২টি লঞ্চ ও চার শতাধিক স্পিড বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।