খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জাসদের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছুদিন পর পরই বাজার নিয়ন্ত্রণকারী মুনাফাখোর লুটেরা সিন্ডিকেট তাদের ইচ্ছামত খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক দাম হাকিয়ে সাধারণ ভোক্তা-ক্রেতা সাধারণের কষ্টার্জিত আয় লুটে নিচ্ছে।

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে সাধারণ ভোক্তা-ক্রেতা সাধারণের জীবনে নাভিশ্বাস উঠেছে। অথচ খাদ্য উৎপাদনকারী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। এখন দেশের বাজার ব্যবস্থার অবস্থা হয়েছে- ‘সিন্ডিকেট লুটে খায়-ভোক্তা, ক্রেতা, কৃষক অসহায়’।

বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ধ্বংস করা, বাজার নিয়ন্ত্রণে স্থায়ী মনিটরিং ব্যবস্থা চালু এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ করা এবং বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত লুটেরা মুনাফাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানানো হয় বিবৃতিতে।