নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার একদিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করে দলের মনোনয়নবঞ্চিত এক নেতার সমর্থকরা। শনিবার বিকেলে মির্জা ফখরুলের উত্তরার বাসার সামনে দলের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিনের কয়েক শত সমর্থক এ বিক্ষোভ করে। এ সময় তারা মির্জা ফখরুলের বাসায় ডিম ও পাথর নিক্ষেপ করে।
বিক্ষোভকারীরা মনোনয়ন বঞ্চিত কফিলউদ্দিনের পক্ষে এবং ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিপক্ষে বক্তব্য দেয়। এক পর্যায়ে তারা মির্জা ফখরুলের বাসায় বেশ ক’টি ডিম ছুড়ে মারে। এ ছাড়া পাথরও নিক্ষেপ করে। এ সময় তারা মির্জা ফখরুলের উদ্দেশ্যে বিভিন্ন কটুক্তি করে কেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে কফিল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হলো চিৎকার চেচামেচি করে তা জানতে চায়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং দলের চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিএনপি মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। বিক্ষুব্দ নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি উত্তরার একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে বিক্ষোভকারীদের নেতা কফিল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম-পাথর ছুড়েছেন। আমাকে বিএনপি মহাসচিব ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমি কিছু জানি না।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ৪ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেন দলের মনোনয়ন বোর্ড। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সাক্ষাতকার অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের ভেতরে যখন সাক্ষাতকার চলে তখন বাইরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কফিল উদ্দিনের সমর্থক ও এস এম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ ক’জন নেতাকর্মী আহত হয়। এর ফলে ওইদিন দলীয় প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ৯ জন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এস এম জাহাঙ্গীর হোসেন ছাড়াও ছিলেন এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন ও আব্বাস উদ্দিন। শুক্রবার ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিন পর শনিবার বিকেলে তার বাসার সামনে বিক্ষোভ করে এ আসনে মনোনয়নবঞ্জিত কফিল উদ্দিনের সমর্থকরা।