অবৈধ রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ডিএসসিসি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (০৫ অক্টোবর) বেলা ১২টায় সায়েন্সল্যাব এলাকায় শুরু হয় এ অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল।
এর আগে রাজস্ব আদায় সংক্রান্ত এক দাপ্তরিক বৈঠকে রোববার (০৪ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারি-ইঞ্জিন চালিত রিকশা, অটোরিকশা ও ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর নির্দেশ দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা শহরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে সোমবার থেকে এ অভিযান পরিচালনার জন্য দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে ডিএসসিসি।

তারই অংশ হিসেবে এদিন সায়েন্সল্যাব এলাকায় অবৈধ রিকশা-ভ্যানের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

গত ১৩ সেপ্টেম্বর থেকে ডিএসসিসি রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন-নবায়ন আবেদনের কার্যক্রম শুরু করে। নিবন্ধন-নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তাপস ডিএসসিসি এলাকার সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।