নিউজ ডেস্ক : রাজধানীর লালমাটিয়ায় একটি বাসার ছাদ থেকে পড়ে রোকেয়া নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রায় দেড় বছর ধরে রোকেয়া তাদের বাসায় গৃহকর্মীর কাজ করে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। সকালে আমরা সবাই ঘুমে ছিলাম, তখন সে কোনো কারণে তিন তলা বাসার ছাদে যায়। এর কিছুক্ষণ পরে বাসার নিচ থেকে কান্নাকাটি শব্দ পেয়ে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সে কী কারণে ছাদে গেছে বলতে পারি না। তবে তাদের বাসার ছাদের পাশে একটি নিম গাছ রয়েছে। নিম গাছের পাতা পাড়তে গিয়েছিল কিনা এ রকমটিও মনে হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।