নিউজ ডেস্ক : ফুটপাত দখলমুক্ত করতে পথচারী ও হকারের কথা মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে ‘আমার গ্রাম আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর’ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত কমিটির প্রথম সভাশেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ফুটপাতগুলো দিয়ে হাঁটা যায় না, দখল করে আছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমরা পর্যালোচনা করে যেটা যৌক্তিক হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, হকার যিনি তিনি বাংলাদেশের নাগরিক, আবার যিনি ফুটপাত ব্যবহার করেন তিনিও বাংলাদেশের জনগণ। উভয় পক্ষের যে সব সীমাবদ্ধতা আছে তা বিবেচনায় রেখেই আমরা কাজ আরম্ভ করেছি, আমরা পেপার ওয়ার্ক করেছি। এ সমস্যা দ্রুত সমাধান করবো।
‘আমার গ্রাম আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর’ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানি স্যানিটেশন ইত্যাদির ওপর জোর দিয়েছি। সারা দেশেই বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতির এখন অনেক উন্নত। সব দেশের অর্থনীতির ওপর ব্যাপক পরিবর্তন আসবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গ্রামে বর্জ্য ব্যবস্থা নেই। যত্রতত্র যাতে বর্জ্য না ফেলে, স্যুয়ারেজ সিস্টেম না, সেটা কীভাবে করতে পারি। সব জায়গায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করে। সার্ফেস ওয়াটার ব্যবহার না করলে গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যাচ্ছে। এজন্য আমরা সার্ফেস ওয়াটারের দিকে যাবো।
মন্ত্রী বলেন, একটা গ্রামকে চিহ্নিত করার জন্য বলেছি। যে গ্রামটাকে চ্যালেঞ্জ হিসেবে নেব। আমরা মানুষগুলোকে যদি তার জীবন-মানের উন্নতি করতে পারি, রোজগারের ব্যবস্থা করতে পারি, সে যদি মাসে ২০-৩০ হাজার টাকা রোজগার করতে পারে তাহলে তার জীবনমান উন্নত হবে। এরকম একটা গ্রামে করব। এটার জন্য স্ট্যাডি করা হচ্ছে।