‘২০২১ আরও বেশি চ্যালেঞ্জিং হবে’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ২০২১ আরও বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সে কারণে এখন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক বার্তায় এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, সংক্রমণ বাড়ছে কানাডা, যুক্তরাজ্যসহ পৃথিবীর প্রায় সব দেশে! রেকর্ড পরিমাণ দাবানল যুক্তরাষ্ট্র, সাইবেরিয়া, ব্রাজিলসহ পৃথিবীর আরও অনেক দেশে। এশিয়ার বন্যা এবার অনেক দীর্ঘস্থায়ী।

এসব বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ আরও বেশি চ্যালেঞ্জিং হবে, এগুলো তার আগাম বার্তা। মানসিক প্রস্তুতি নিন। যুদ্ধটা প্রকৃতির সঙ্গে এবং নিজের সঙ্গে।