নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হতেই ও করতেই হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদেরকে হত্যার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত ছিল।
তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হতেই হবে, করতেই হবে।
রবিবার (১৬ আগস্ট) জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনায় তিনি এ দাবি জানান। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এ আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বক্তব্য রাখেন।
সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সভাপতিত্ব করেন।
নানক আরও বলেন, সে সময় ছাত্রজীবনে অনেক জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি কিন্তু তবুও আমরা আত্মসমর্পণ না করে ছাত্রলীগকে সংগঠিত করার মাধ্যমে আন্দোলন চালিয়ে গিয়েছি। আর সেই জিয়াউর রহমান পাকিস্তানকে খুশি করতে খুনিদেরকে পুরস্কার দিয়েছে। খুনিদের বিচার করতে দেয়নি।
নানক বলেন, সে দিন কেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের ডাক দেওয়া হলো না। সে সময় বঙ্গবন্ধুর পক্ষে লাখ লাখ মানুষ আন্দোলন-সংগ্রাম করার জন্য প্রস্তুত ছিল। শুধু ছিল না একটি প্রতিবাদের ডাক। সেদিন কোনো একটি নেতা একটি প্রতিবেদন ডাক দিলেই ঢাকা শহর প্রতিরোধ হয়ে যেত। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সব অঙ্গ সংগঠন শুধু একটি প্রতিবাদের ডাকের অপেক্ষায় ছিল।