সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কিংবদন্তি সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় শেখ হাসিনা দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি আলাউদ্দিন আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলাউদ্দিন আলী ক্যান্সারের পাশাপাশি নিউমোনিয়া ও রক্তের ইনফেকশনে (সেপটিসেমিয়া) ভুগছিলেন। ২০১৫ সালের জুলাই মাসে আলাউদ্দিন আলীর ফুসফুসে একটি টিউমার ধরা পড়ে। পরে তা ক্যান্সারে মোড় নেয়।