রাষ্ট্রপতির ঈদের নামাজ এবারও বঙ্গভবনে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে রোজার ঈদের মত এবারের কোরবানির ঈদের নামাজও বঙ্গভবনের দরবার হলে পড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সকালে পরিবারের কয়েকজন সদস্য এবং ‘অতি গুরুত্বপূর্ণ’ পদস্থ কর্মকর্তাদের নিয়ে তিনি স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ পড়েন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় এ নামাজে ইমামতি করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীল।

প্রতি বছর ঈদুল আজহা আসে ত্যাগের আহ্বান নিয়ে, মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে।

এবার ঈদ এসেছে এমন সময়ে যখন সারা বিশ্বের মানুষ করোনাভাইরাসের মহামারীতে বিপর্যস্ত। পাশাপাশি দেশের বিস্তীর্ণ এলাকায় চলছে বন্যা।

করোনাভাইরাসের বিস্তার রোধে রোজার ঈদের মতো এবারও ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত করার অনুমতি দেওয়া হয়নি। ঈদের নামাজ মসজিদে মসজিদেই হয়েছে।

দরবার হলে ঈদের নামাজ শেষে দেশেও জাতির ক্যলাণে দোয়া ও মোনাজাত হয়। যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয় মোনাজাতে।

প্রতি বছর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন রাষ্ট্রপতি হামিদ। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে গত রোজার ঈদেও দরবার হলে নামাজ পড়েছেন তিনি।