পাটুরিয়ায় ঘাট পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পাটুরিয়ায় ঘাট পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাকপাটুরিয়ায় ঘাট পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক, ছবি: বাংলানিউজ
মানিকগঞ্জ: পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদী পারের অপেক্ষায় নৌরুটের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া অংশে পণ্যবোঝাই প্রায় তিন শতাধিক ট্রাক আটকে আছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, তীব্র স্রোতে ফেরি পার হতে সময় লাগছে বেশি। সেই সঙ্গে স্রোতের বিপরীতে চলতে গিয়ে ফেরিগুলোতে ত্রুটি দেখা দিচ্ছে। ফলে বাড়ছে ফেরি সংকট। এসব কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এজন্য পাটুরিয়া ঘাটে সকাল থেকে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক ট্রাক। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস এবং প্রাইভেটকার পার করায় ঘাট এলাকায় যাত্রীবাহী ১০-১২টির বেশি গাড়ি অপেক্ষায় থাকছে না, সরাসরি ফেরিতে উঠে নৌপথ পার হচ্ছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মোট ১৫টি ফেরির মধ্যে ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত আছে। বাকি তিনটি ফেরি ত্রুটি নিয়ে মেরামত কারখানায় রয়েছে বলেও জানান তিনি।