আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে তরুণ ব্যান্ডের গান

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : প্রকাশ হলো ‌‌‘তরুন ব্যান্ড’ এর নতুন গান। শুক্রবার সন্ধ্যায় ‘আয়না’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়েছে ইউটিউব চ্যানেলে। গানটি উৎসর্গ করা হয়েছে গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুকে।

তরুন ব্যান্ডের প্রধান তরুন মুন্সী বলেন, ‘যে ভালোবাসা আর সম্মান আমি আইয়ুব বাচ্চুর প্রতি ধারণ করি, এই গান সেটি প্রকাশের একটা সামান্য চেষ্টা।

মানুষ প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে, পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেয়। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এ কথা আরও সত্য হয়ে মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। গানটির কথা-সুর-কণ্ঠে সেই প্রতিফলন পাওয়া যাবে।’

‘দ্য ট্র্যাপ’ ব্যান্ড থেকে বেরিয়ে নতুন লাইনআপ নিয়ে ‘তরুণ ব্যান্ড’ গড়ে ওঠে ২০১৪ সালে। ২০১৭ সালে এই ব্যান্ডের প্রথম গান ‘অবনী বাড়ি আছ’ প্রকাশ হয় সিএমভি’র ব্যানারে।

তরুন ব্যান্ডের বর্তমান লাইনআপ—গীতিকার, সুরকার ও প্রধান কণ্ঠ: তরুন মুন্সী, লিড গিটার: রোমান, বেজ গিটার: রাহিদ, কিবোর্ড: তানভীর এবং ড্রামস: রাজীব।