ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ২৫০০

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের।

মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৬ জনে। আগে আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৯৮০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মতে, এখন পযর্ন্ত বৈশ্বিকভাবে ১ লাখ ৮৪ হাজার ৯৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ হাজার ৫০০ জনেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির ডাটা অনুসারে, এ রোগ থেকে আরোগ্য লাভ করেছে প্রায় ৮০ হাজার জন।