২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আরও ৩৬৮ জনের মৃত্যু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ইতালিতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণের মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০৯।

রবিবার (১৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলা বোরেল্লির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অ্যাঞ্জেলা জানান, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭।

এ পর্যন্ত দেশটিতে ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৫ জন।

২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রথম সংক্রমিত হওয়া করোনা ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৬৭ হাজার পাঁচশ ৬৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় হাজার চারশ ৫৫ জনের।