স্কুল বন্ধ, প্রাথমিকে বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি পাঠ স্থগিত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পাঠ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ চিঠি পাঠ করার কথা ছিলো। ঢাকায় কেন্দ্রীয়ভাবে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।
বঙ্গবন্ধু নিয়ে শেখ হাসিনার লেখা চিঠি সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব মো. আকরাম-আল-হোসেন।

শেখ হাসিনার চিঠিটি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জাকির হোসেন।

এরআগে মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৮ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানান।