নিউজ ডেস্ক : ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সেখান থেকে দেশে ফিরেছেন ১৪২ জন বাংলাদেশি। এমিরেটসের একটি ফ্লাইটে আজ শনিবার সকালে ঢাকায় আসার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই ব্যক্তিদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, থার্মাল স্ক্যানারে স্ক্রিনিংয়ে ইতালি ফেরত ১৪২ জন যাত্রীর কারও গায়ে জ্বর ধরা পড়েনি। ইতালি থেকে রওনা হওয়ার আগেও তাদের জ্বর মাপা হয়েছিল। সেখানেও তারা সুস্থ ছিলেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে তাদেরকে আপাতত আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়েছে।
তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।
এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
আড়াই মাস আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল।
চীনে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটানোর পর এখন ইউরোপের দেশ ইতালিতে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে দেখা দিয়েছে।
সেখানে কভিড-১৯ রোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যাও ১৭ হাজারের বেশি।
বাংলাদেশে যে তিনজনের দেহে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের দুজনই এসেছেন ইতালি থেকে।
ইতালি ফেরত ১৪২ ব্যক্তি আশকোনার হজ ক্যাম্পে
