নিউজ ডেস্ক : বগুড়ার কলোনি এলাকায় দুই সন্ত্রাসী দলের ‘বন্দুকযুদ্ধে’ কবির হোসেন মিনকো (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে। এছাড়া মিনকোর বিরুদ্ধে ৬টি হত্যা ও চাঁদাবাজীসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনির আজিজুল হকের ছেলে।
পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় সোমবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে চলছিল। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়া যায়, লাশটি শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন মিনকোর। ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জনায়, গত বছরের জানুয়ারিতে সে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিল। ৪-৫ মাস আগে জামিনে ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে মিনকো। তার অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এসব ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় ৬টি জিডি হয়।