নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশব্যাপী বেড়ে গেছে হ্যান্ড স্যানিটাইজারের দাম। আর ঢাকাতে দোকানে দোকানে ঘুরেও মিলছে না এই জীবাণুনাশক পণ্য। এই অবস্থায় সরকার সাতটি কোম্পানিকে এই অত্যাবশ্যকীয় পণ্যটির উৎপাদনের অনুমোদন দিয়েছে সরকার।
কোনোও কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের দাম কত তাও নির্ধারণ করে দিয়েছে। এই নির্ধারিত দামের বেশি অর্থ ক্রেতার কাছ থেকে নেওয়া হলে মিলবে শাস্তি।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মেসার্স এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডিরাব সল্যুশন ৫০ মিলিলিটার বিক্রি করবে ৪০, ১শ মিলিলিটার বিক্রি করবে ৫২ টাকায় আর ২শ মিলিলিটার করবে ১শ টাকায়।
মেসার্স অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাট্রিজ লিমিটেড হেক্সিসল হ্যান্ড রাব ডিসপেনসারসহ ৫শ মিলিলিটার বিক্রি করবে ২১৫ দশমিক ৬৫ টাকায়, ২৫০ মিলিলিটার বিক্রি করবে ১৪০ দশমিক ৪২ টাকায়। হেক্সিসল হ্যান্ড রাব ২৫০ মিলিলিটার (বোতল) বিক্রি করবে ১৩০ দশমিক ৩৯ টাকায়, ৫শ মিলির বোতল বিক্রি করবে ১৯৬ দশমিক ৩৩ টাকায়, ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ দশমিক ১২ টাকায়। ক্লিনজেল হ্যান্ড স্যানিটাইজার ১০ মিলিলিটার বিক্রি করবে ১০টা ও ৫০ মিলি বিক্রি করবে একশ টাকায়।
মেসার্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্যানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি বিক্রি করবে ৩শ টাকায়, স্যানিককর্ড জেল ছয় গ্রামের টিউব বিক্রি করবে ৫০ টাকায়, স্যানিটাইজা হ্যান্ড রাব ২৫০ মিলি. বিক্রি করবে ১৩০ টাকায়, ৫০ মিলি. বিক্রি করবে ৪০ টাকায়।
মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডিওয়াশ সলিউশন ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকায়। আর ২৫০ মিলির বোতল বিক্রি করবে ১৩০টাকায়।
মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডস্কাব ২৫০ মিলি বিক্রি করবে ২৫০ টাকায়, হ্যান্ডিসোল ২৫০ মিলি বিক্রি করবে ১৩০ টাকায়, ১২৫ মিলি বিক্রি করবে ৭০ টাকায় ও ৫০ মিলি বিক্রি করবে ৪০ টাকায়।
মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জারমিসল হ্যান্ড রাব পাম্প ও ডিসপেনসারসহ ২শ মিলিলিটার বোতল বিক্রি করবে ১৪০ দশমিক ৪২ টাকায়, জারমিসল হ্যান্ড রাব ওয়াসারসহ ২০০ মিলির বোতল বিক্রি করবে ১৩০ দশমিক ৩৯ টাকায় ও জারমিসল হ্যান্ড রাব ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকায়।
মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কেভিরাব হ্যান্ড রাব ৫০ মিলির বোতল বিক্রি করবে ৪০ টাকায়, ২৫০ মিলির বোতল ১০৫ দশমিক ৭২ টাকায় ও ৫০ মিলির বোতল ৩১ দশমিক ২২ টাকায়।
সাতটি কোম্পানির কথা উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন হচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একজন ব্যক্তির কাছে একাধিক হ্যান্ড স্যানিটাইজ বিক্রি না করার কথাও বলা হয়েছে।