নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকসা ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে অটোরিকসার ৬ যাত্রী নিহত এবং ১ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আজগানা ইউনিয়নের গোড়াই-সখীপুর সড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ঘাগড়াই গ্রামের খলিল মিয়ার ছেলে সিএনজি চালক হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহিরউদ্দিনের ছেলে সোনামুদ্দিন (৬০) ও তার নাতী আশরাফুল (৮), একই গ্রামের হাফিজ উদ্দিন (৫৫) ও তার মেয়ে রুনা (২৩) ও ঘাগড়াই কুড়াতলী কেজি স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন (৪০)। আহত আনোয়ার হোসেনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ঘাগড়াই গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সিএনজি চালিত অটো রিকসাটি ঘাগড়াই থেকে ৭ জন যাত্রী নিয়ে পাশের হাটুভাঙ্গা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে গোড়াই-সখীপুর সড়কের বটতলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক অটোরিকসা টিকে সজোরে ধাক্কা দেয়। একই সময় ড্রাম ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকারকেও ধাক্কা দেয়। এতে অটোরিকসার চালক হৃদয় ও যাত্রী আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। অটো রিকসার আহত ৫ যাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাফিজউদ্দিন, জাকির হোসেন, রুনা ও সোনামুদ্দিনের মৃত্যু হয়। আহত আনোয়ার হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান গনমাধ্যমে বলেন, ড্রাম ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।