নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনো ভাইরাসে দেশে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ সোমবার (০৯ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে ব্রিফ করে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর মহাপরিচালক বলেন, গতকাল বিকেল ৫টা থেকে এ পর্যন্ত হটলাইনে ৫০৯টি ফোন পেয়েছি আমরা। এরমধ্যে ৪৪৯টি করোনা ভাইরাস সংক্রান্ত। পরে চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে নতুন করে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রোববার (০৮ মার্চ) দেশে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। আক্রান্ত তিন জনের দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন।