‘বাংলাদেশে করোনা ভাইরাস ছড়াতে পারে যে কোনো সময়’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশেও যে কোনো সময় করোনার সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মীরজাদী জানান, দেশে একশ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়।