১০ বছর পর মুক্তি পাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ২০১০ সালে এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু সিনেমাটি ১০ বছর ধরে মুক্তির মুখ দেখেনি!

তবে সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ডিপজল ও মৌসুমী অভিনীত সিনেমাটি। শিগগির এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবেন বলেও জানিয়েছেন এর পরিচালক।

এফ আই মানিক বলেন, সম্পাদনার কাজ শেষ না হওয়া এবং বেশকিছু জটিলতার কারণে ‘সৌভাগ্য’ এতদিন আটকে ছিল। তবে এখন আমরা ছাড়পত্র পেয়েছি। তাই ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেবো।

জানা যায়, সিনেমাটির ৯০ শতাংশ শুটিং হওয়ার পর হঠাৎ আটকে যায় কাজ। ডিপজল-মৌসুমীর শিডিউল জটিলতায় আর শুটিং হয়নি। শেষ পর্যন্ত জটিলতার নিরসন করে গত নভেম্বরে সিনেমাটির সব কাজ শেষ করেন পরিচালক।

ডিপজলের প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে ‘সৌভাগ্য নির্মিত হয়েছে। এতে ডিপজল-মৌসুমী ছাড়া আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।