নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের জীবন মানোন্নয়নে অতিরিক্ত আরও ৩১ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার (৪ মার্চ) ইউরোপীয় কমিশন এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জীবন মানোন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে ২২ মিলিয়ন ইউরো বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য খরচ করা হবে। আর বাকি ৯ মিলিয়ন ইউরো মিয়ানমারের রোহিঙ্গারা পাবে।
২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ১৫০ মিলিয়নেরও বেশি ইউরো সহায়তা দিয়েছে।