নিউজ ডেস্ক :
রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চারজনের মৃত্যু হলো।
রবিবার (০১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুলের মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পোড়া ছিল।
এ ঘটনায় নিহত নারীর স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রবিবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
ঢামেক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী চিকিৎসক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় জান্নাতুলের চার বছরের সন্তান রুশদিসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে বেশ কয়েকজন দগ্ধও হয়।