বগুড়ায় ট্রাকচাপায় পত্রিকা বিক্রেতা নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় আবু সাঈদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী পত্রিকা বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বয়ড়াদিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আবু সাঈদ বগুড়া সদর উপজেলার মালগ্রাম চাপড়পাড়ার এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জেলার নন্দীগ্রাম উপজেলা এলাকায় পত্রিকা বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ তার গ্রামের বাড়ি কাহালু উপজেলার জামগ্রাম থেকে নিজ বাসায় ফিরছিলেন। কিন্তু বয়ড়াদিঘী এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথাসহ মুখমণ্ডল থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান।

বগুড়া নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন উদদোলা বলেন, সন্ধ্যায় আবু সাইদ মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন। পথে শাজাহানপুরের বয়ড়াদিঘী এলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।