রাজধানীতে সরঞ্জামসহ ৪২ ছিনতাইকারী আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযানে তাদেরকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাইকরা মালামাল এবং ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।